রাজশাহী: বেতন বৈষম্য দূরীকরণ ও শতভাগ পদোন্নতির দাবিতে সমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
মঙ্গলবার নগরীর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষকদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষদের বেতন বৈষম্য দূরীকরণ ও শতভাগ পদোন্নতির দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
শিক্ষক সমাজের রাজশাহী বিভাগীয় সভাপতি তায়েজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক উজ্জল কুমার রায়, সদস্য সচিব শাহীনুর আল-আমিন, রাজশাহী বিভাগের ৮ জেলার কয়েক হাজার শিক্ষক ও শিক্ষিকা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ২০, ২০১৪