ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে ঢাবিতে ধর্মঘট বৃহস্পতিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, মে ২১, ২০১৪
সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে ঢাবিতে ধর্মঘট বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে বৃহস্পতিবার কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল কয়েকটি ছাত্র সংগঠন।

রো্ববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।



‘সান্ধ্যকোর্স ও বাণিজ্যিকীকরণ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে  আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন,  ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলন শেষে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের অংশ হিসেবেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা।

এছাড়া  বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।