ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সভায় সিদ্ধান্ত

বাকৃবির ২য় বর্ষের সেমিস্টার ফি বাতিল হচ্ছে না

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ২১, ২০১৪
বাকৃবির ২য় বর্ষের সেমিস্টার ফি বাতিল হচ্ছে না

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২য় বর্ষের শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও বাতিল হচ্ছে না সেমিস্টার ফি।

বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সাধারণ সভায় সেমিস্টার ফি না কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।



এদিকে আন্দোলনের পরও সেমিস্টার ফি অব্যাহত রাখায় ক্ষোভ প্রকাশ করেছে ২য় বর্ষের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার আবদুল খালেকের সঞ্চালনায় একাডেমিক কাউন্সিলের ১৮৯ জন সদস্যের উপস্থিতিতে জরুরি সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

একাডেমিক কাউন্সিলে গৃহীত সিদ্ধান্তগুলো হলো- ২য় বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফি ১২০০ টাকা বহাল রাখা, সব অনুষদের প্রত্যেক লেভেলে ভালো ফলাফলকারী ৫ জনসহ দরিদ্র আরো ৫ জন করে মোট ১০ জন মেধাবীকে ১২০০ টাকা সেমিস্টার ফি মওকুফ করার সুপারিশ, সার্টিফিকেটে ভুল হলে তা সংশোধন করে নতুন সার্টিফিকেট প্রদান, আগামী শীতে সমাবর্তন করা, পরীক্ষা পদ্ধতি বিকেন্দ্রিকরণ করাসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বুধবার (১৪ মে) অতিরিক্ত সেমিস্টার ফি বাতিলের দাবিতে ২য় বর্ষের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

২য় বর্ষের শিক্ষার্থীরা ২০১২-১৩ সেশনে ভর্তি হওয়ার সময় সমপরিমাণ সেমিস্টার ফি দিয়েই স্নাতক ১ম বর্ষে ভর্তি হয়েছিল। কিন্তু লেভেল-১, সেমিস্টার-২ এর সময় আন্দোলন করলে উপাচার্য তার নিজ ক্ষমতাবলে এক সেমিস্টারের জন্য তা মওকুফ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।