ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির ডাক কর্মকর্তা-কর্মচারীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, জুন ৮, ২০১৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির ডাক কর্মকর্তা-কর্মচারীদের

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপসহ তিন কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার দাবিতে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতির ডাক দিয়েছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

৯ থেকে ১৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।



এ বিষয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে যায়।

এরপর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। সেখানে সর্বস্তর থেকে আমাদের সহায়তা করা হয়েছে।

তিনি জানান, সাধারণ শিক্ষার্থীদের দিক বিবেচনা করে আন্দোলন কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তবে, হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার পূর্বক শাস্তি না দেওয়া হলে আন্দোলন কর্মসূচি কঠোর করা হবে।

এদিকে, রোববার সকালে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় আইনে বিচার করার দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।