ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

বৃহস্পতিবার ফাযিল (স্নাতক) পরীক্ষা শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, জুন ১১, ২০১৪
বৃহস্পতিবার ফাযিল (স্নাতক) পরীক্ষা শুরু

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন সারাদেশে ফাযিল (স্নাতক) পরীক্ষা-২০১৩ এর ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

দেশের ১৫২৩টি মাদ্রাসার ১ লাখ ১৩ হাজার ৪১০ জন পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছে।

৬১টি জেলার ২৮৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিসের এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বার্তায় আরো জানানো হয়, এ বছর ফাযিল (স্নাতক) প্রথম বর্ষের পরীক্ষার্থী ৪৬ হাজার ৫১৯ জন, দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী ৩৭ হাজার ০৬৪ জন এবং তৃতীয় বর্ষের ২৯ হাজার ৮২৭ জন।

আগামী ১৪ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা চলবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পরবেন না। সেই সঙ্গে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে মোবাইল ফোন ব্যবহার করলে অসদুপায় হিসেবে গণ্য হবে বলে বার্তায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।