ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাবৃত্তি দিলেন দিলারা মোস্তফা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, জুন ১২, ২০১৪
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাবৃত্তি দিলেন দিলারা মোস্তফা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা  শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপের (বিডিজি) ভাইস-চেয়ারম্যান ও ওই বিদ্যালয়ের সভাপতি দিলারা মোস্তফা।

বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি ২৮ শিক্ষার্থীকে ৫০০ টাকা করে বৃত্তি দেন।



এসময় উপস্থিত ছিলেন-জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট বজলুর রহমান প্রমুখ।

এবার এ বিদ্যালয় থেকে ২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ২৮ শিক্ষার্থী ভালো ফলাফল করে। উত্তীর্ণ শিক্ষার্থীদের ৫০০ টাকা করে এককালীন মেধাবৃত্তি দেন দিলারা মোস্তফা।
 
এরপর তিনি মানিকগঞ্জ শহরের বেওথা এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবার প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুন ১২, ২০১৪

** মানিকগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে দিলারা মোস্তফা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।