ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবিতে শনিবার থেকে ৪১ দিন ছুটি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, জুন ২৬, ২০১৪
ইবিতে শনিবার থেকে ৪১ দিন ছুটি

ইবি: পবিত্র রমজান, শব-ই-ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শনিব‍ার থেকে ৪১ দিনের ছুটি শুরু হচ্ছে।

২৮ জুন (শনিবার) থেকে ৬ আগস্ট (বুধবার) পর্যন্ত এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক প্রেসবার্তায় জানানো হয়েছে।



তবে, আগামী ১২ জুলাই পর্যন্ত বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ২২ জুলাই পর্যন্ত খোলা থাকবে। অফিসসমূহ ২৩ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ৫ আগস্ট থেকে অফিসসমূহের কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে, আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ১০/১২ রমজান পর্যন্ত হলগুলো খোলা থাকবে বলে একটি সূত্র জানিয়েছে। তবে, শনিবার অনুষ্ঠিত প্রোভস্ট কাউন্সিলের মিটিং শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এছাড়া, রমজান মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

রমজান শেষে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অর্থাৎ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস ও ক্লাসসমূহ চলবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।