ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

৬৪ ঘণ্টা পর মুক্ত বাকৃবি উপাচার্য

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, জুন ১৮, ২০১৪
৬৪ ঘণ্টা পর মুক্ত বাকৃবি উপাচার্য

বাকৃবি (ময়মনসিংহ): সেমিস্টার ফি কমানোর আশ্বাসে উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবরোধ তুলে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২য় বর্ষের আন্দোলনরত শিক্ষার্থীরা।

ফলে টানা ৬৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক।



গত ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওপর আরোপ করা হয় অতিরিক্ত ১২০০ টাকা সেমিস্টার ফি। আরোপিত ওই সেমিস্টার ফি বাতিলের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করে আসলেও রোববার (১৫ জুন) থেকে মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট, রাস্তা অবরোধ ও উপাচার্যের বাসভবনের প্রবেশ ফটকে তালা ঝুলিয়ে দেয় ২য় বর্ষের শিক্ষার্থীরা।

এদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সেমিস্টার ফি কমানোর আশ্বাসে অবরোধ তুলে নেয় ২য় বর্ষের আন্দোলনরত ৬ অনুষদের শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) উপাচার্য বিষয়টি সুরাহার জন্য শিক্ষক সমিতিকে দায়িত্ব দিলে আন্দোলনকারীদের কাছে আংশিক ফি কমানোর আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান তারা। এরপর আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়। পরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ৬টি অনুষদের ছাত্র সমিতি আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

অবরোধ তুলে নেওয়ার বিষয়ে আন্দোলনকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সেমিস্টার ফি কমানোর আশ্বাস দিয়েছেন বলেই আমরা অবরোধ তুলে নিয়েছি। দাবি মেনে নেওয়া হবে বলে শিক্ষক সমিতি আমাদের আশ্বস্ত করেছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ বিষয়ে এক সভায় সিদ্ধান্ত গৃহীত হবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।