ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি নীল দলের সভাপতি আশরাফ, সম্পাদক নূর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
জবি নীল দলের সভাপতি আশরাফ, সম্পাদক নূর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) :  আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন নীল দলের সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফ-উল-আলম ও সাধারণ সম্পাদক হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মাদ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়ইটা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

নীল দলের কার্যনির্বাহী পরিষদের মেয়াদ একবছর।

জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯২জন শিক্ষক। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬১জন।

সভাপতি পদে অধ্যাপক মোঃ আশরাফ-উল-আলম পেয়েছেন ১৯৮টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন পেয়েছেন ১৫০টি ভোট।

সাধারণ সম্পাদক পদে ড. নূর মোহাম্মদ পেয়েছেন ১৯৮টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. মো আবুল হোসেন পেয়েছেন ১৫৬টি ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান পেয়েছেন ১৯৪ ভোট ও অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী ১৭৭ ভোট, কোষাধ্যক্ষ পদে সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুগ্ন সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম ২১১ ভোট ও সহকারী অধ্যাপক মোস্তফা কামাল ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত সহকারী অধ্যাপক জি. এম. আল-আমীন পেয়েছেন ২১৮ ভোট।
 
এছাড়া সদস্য পদে নির্বাচিত ড. আবু জাফর মো. রুহুল মোমেন পেয়েছেন ১৭০ ভোট, ড. দীপিকা রানী সরকার ২২৫ ভোট, ড. অশোক কুমার সাহা ১৭২ ভোট, শামছুল কবির ১৭৪ ভোট, খন্দকার তানভীর হোসেন ১৭৯ ভোট, শাহ মো: আরিফুল আবেদ ১৯৭ ভোট, মো. ইব্রাহীম মিয়া ২২৪ ভোট, খায়ের মাহমুদ ২০৪ ভোট, কায়সার আহমেদ রকি ১৯৪ ভোট, মো. মহিউদ্দিন ২১২ ভোট ও দ্বীন ইসলাম ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
  
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক ড. মো. শাহজাহান।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে বিজয়ী প্রার্থীদের সাদরে গ্রহণ করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশ সময় : ২৩০৬, ২৭ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।