ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

খুবির উপ-পরিচালকের মায়ের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৩, জুলাই ৯, ২০১৪
খুবির উপ-পরিচালকের মায়ের ইন্তেকাল মোছাম্মাৎ সবুরুন্নেছা

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপ পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ ও নগরীর আযমখান সরকারি কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালালউদ্দিন আহমদের মা মোছাম্মাৎ সবুরুন্নেছা (৮০) আর নেই (ইন্নালিল্লাহি-----রাজিউন)।

বার্ধক্যজনিক কারণে মঙ্গলবার রাত ৮টার ১৫ মিনিটের দিকে নগরীর মুজগুন্নি আবাসিকের ৫৫৫নং ‘সূর্য সিঁড়ি’ নামক নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন।



তিনি জেলার ডুমুরিয়ার রুদাঘরা গ্রামের মরহুম আব্দুল করিম গাজীর সহধর্মিনী। দাম্পত্য জীবনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নাহিদ পারভীনের শ্বাশুড়ী তিনি।
মুত্যৃকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, পুত্রবধু, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার সকাল ১০ টার দিকে মরহুমার ২য় নামাজে জানাজা শেষে ডুমুরিয়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, সকাল সাড়ে ৮টায় নগরীর মুজগুন্নিস্থ বাস ভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মুত্যৃর খবর শুনে রাজনৈতিক নেতারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, উন্নয়নকর্মী, সমাজ সেবী ও শিক্ষার্থীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমার মাগফেরাত কামনা করতে বাস ভবনে যান।

বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।