ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

বেরোবিতে নতুন রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, জুন ২৯, ২০১৪
বেরোবিতে নতুন রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণ

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শরীরিক শিক্ষা বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. মোর্শেদ উল আলম রনিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার সকালে মো. মোর্শেদ উল আলম রনি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪১তম সভায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে এ পদ দেওয়া হয়।

পরে নবনিযুক্ত রেজিস্ট্রারকে ফ‍ুল দিয়ে অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ময়নুল আজাদ, সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হারুন তাজিফ জয়, সহকারী পরিচালক (গ্রন্থাগার) মাহমুদুর রহমান, সহকারী রেজিস্ট্রার জাহেদুর রহমান, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোতালেব হোসেন, সেকশন অফিসার তারিকুল ইসলাম, জিয়াউল হক, কাজী আসাদুজ্জামান, তাপস কুমার গোস্বামী, আবু তাহের মোস্তফা আল আরিফ, ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী, সেকশন অফিসার স্যুভেনীর, খাইরুল ইসলাম, ফারহানা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।



এছাড়াও নবনিযুক্ত রেজিস্ট্রারকে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে।

মো. মোর্শেদ উল আলম রনি সাবেক রেজিস্ট্রার এ.টি.এম. এমদাদুল আলম’র স্থলাভিষিক্ত হলেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।