ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

রাষ্ট্রপতির সঙ্গে ঢাবি সাংবাদিক নেত‍ৃবৃন্দের সাক্ষাৎ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৪, জুলাই ৩, ২০১৪
রাষ্ট্রপতির সঙ্গে ঢাবি সাংবাদিক নেত‍ৃবৃন্দের সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট এর সঙ্গে সাক্ষা‍ৎ করেছেন।

বুধবার বিকেলে রাষ্ট্রপতির সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষা‍ৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে রাষ্ট্রপতি ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
প্রনিনিধিদলে ছিলেন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি এমএম জসীম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, যুগ্ম-সম্পাদক গালিব আশরাফ, সহ-সভাপতি নাসমুস সাদাত, অর্থ সম্পাদক মলয় কুমার দত্ত এবং কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম, মতিউর তানিফ ও ইয়ামিন সাজেদ।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।