ঢাকা বিশ্ববিদ্যালয়: কুমিল্লার চান্দিনা উপজেলার ১৪টি ইউনিয়নে আগামী তিন মাসের মধ্যে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মুনীর চৌধুরী অডিটরিয়ামে চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ওয়েবসাইট উদ্বোধন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য-প্রযুক্তিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। এর আলোকে চান্দিনা উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য-প্রযু্ক্তি সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন আকাশ।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪