ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

ববির বহিষ্কৃত এক শিক্ষার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, জুলাই ৪, ২০১৪
ববির বহিষ্কৃত এক শিক্ষার্থী আটক

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রেজিস্ট্রারের কার্যালয়ে ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি বহিষ্কৃত শিক্ষার্থী সাইদুল ইসলাম সাইদকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর বিবির পুকুর পাড় থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

 

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কবির বাংলানিউজকে জানান, গত ৫ জুন রেজিস্ট্রার কার্যালয়ে ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায়ে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

এর আগে গত সোমবার রাজধানী ঢাকার কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের লিঁয়াজো অফিসে সিন্ডিকেট সভায় সাইদসহ  ছয়  ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়।

গত ৫ জুন রেজিস্ট্রার কার্যালয়ে ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় চার জনের নাম উল্লেখসহ  অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয়ের সহকারী এস্টেট অফিসার মো. সাইদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।