রাবি: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতস্ত্র বেতন স্কেল ও চাকরির বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
রাবি শিক্ষক সমিতি আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতস্ত্র বেতন স্কেল থাকলেও বাংলাদেশে তা নেই। দেশের সবচেয়ে মেধাবীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় আসেন। কিন্তু তাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল না থাকায় তারা এ পেশা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছেন।
বক্তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতস্ত্র বেতন স্কেল ও চাকরির বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আবুল হাসান মজুমদার, প্রফেসর শাসসুল আলম সরকার, প্রফেসর জালাল উদ্দিন, প্রফেসর আব্দুর রাজ্জাক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪