ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গাজীপুরে ডুয়েট শিক্ষক সমিতির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
গাজীপুরে ডুয়েট শিক্ষক সমিতির মানববন্ধন

উত্তরা-টঙ্গী: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন-স্কেল ও বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
 
রোববার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহব্বানে ডুয়েট শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা বক্তব্য রাখেন।

এসময় তারা তাদের দাবি অবিলম্বে মেনে নেওয়ার কথা বলেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।