ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

শেকৃবির ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, জুলাই ৭, ২০১৪
শেকৃবির ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর

ঢাকা: শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

 

তিনি জানান, সোমবার উপাচার্য শাদাত উল্লার সভাপতিত্বে ভর্তি কার্যক্রম বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। এরমধ্যে কৃষি অনুষদে ৩৫০, এগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ ৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।