ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এখলাস উদ্দীনের প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড লাভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
এখলাস উদ্দীনের প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড লাভ মো. এখলাস উদ্দীন

ঢাকা: সাতক্ষীরার মো. এখলাস উদ্দীন প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড লাভ করেছেন।

বুধবার বিকালে বাংলাদেশ স্কাউটস এর বার্ষিক কাউন্সিলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওসমানী স্মৃতি মিলানায়তনে কৃতি স্কাউট এখলাস উদ্দীনকে এ পদক প্রদান করেন।

সাতক্ষীরা থেকে তিনিই প্রথম প্রেসিডেন্ট রোভার স্কাউট পদক লাভ করলেন।

বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো. আব্দুল করিমের সভাপতিত্বে কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ।

রোভার মো. এখলাস উদ্দীন জেলার কলারোয়া উপজেলার গদখালি গ্রামের ও কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুস আলী ও সাহীদা খাতুনের ছেলে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র রোভার এখলাস উদ্দীন ২০০২ সালে স্কাউটিং আন্দোলনে যোগদান করেন। তিনি ২০০৪ সালে প্রধানমন্ত্রীর কাছ থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

রোভার শাখায় যোগ দিয়ে তিনি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডসহ বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি বিভিন্ন আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।