ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় ষষ্ঠস্থানে বাংলাদেশি

দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪
দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় ষষ্ঠস্থানে বাংলাদেশি ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১৮তম দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ তাজুল ইসলাম ষষ্ঠ স্থান অধিকার করেছেন।

দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সুন্দর কণ্ঠ প্রথম নির্বাচিত হয়েছে নাইজেরিয়ার সুলায়মান আব্দুল কারীম ঈসাহ।

দ্বিতীয় ওমর হুসেইন বাএইসা, সৌদি আরব। তৃতীয় মোহাম্মদ খালেদ ইয়াসীন, ইয়েমেন। চতুর্থ আব্দুল আজিজ আব্দুল্লাহ আলহামরি, কাতার। পঞ্চম আব্দুল রহমান আলশুওয়াই, কুয়েত। ষষ্ঠ  হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ তাজুল ইসলাম, বাংলাদেশ। সপ্তম আনিস আলী আল ফাদেল, লিবিয়া। অষ্টম সালেম এল এমজাদ, মরিতানিয়া। নবম মোহাম্মদ আরিফ, মার্কিন যুক্তরাষ্ট। ও দশম স্থান অধিকার করেছে আব্দুল রাহমান আব্দুল্লাহ হাসান, বাহরাইন।  

শুক্রবার  সুন্দর কণ্ঠ বিভাগে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৮৯ জন প্রতিযোগী অংশ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উপ শাসক, শায়খ মাকতুম বিন মোহাম্মাদ বিন রাশেদ আল মাকতুম, গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আল তায়েব ও আল আজহার আল শরিফ।

হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তানের বিভিন্ন দেশের নাগরিকসহ অনেক ধর্মপ্রাণ মুসলমান স্থানীয় আরব দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।