ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে স্নাতক পর্যায়ে চালু হচ্ছে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪
কুয়েটে স্নাতক পর্যায়ে চালু হচ্ছে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(কুয়েট)এবার স্নাতক পর্যায়ে চালু হচ্ছে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

২০১৪-২০১৫ইং শিক্ষাবর্ষ থেকে তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল অনুষদের অধীনে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক পর্যায়ে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

এ শিক্ষাবর্ষে বিভাগটিতে ৩০জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) নতুন বিভাগ খোলার অনুমোদন দেয়।
 
বর্তমান বিশ্বের চাহিদার পরিপ্রেক্ষিতে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক পর্যায়ে ডিগ্রী প্রদানের জন্য ছাত্র-ছাত্রী ভর্তি করার বিষয়টি ১২ সেপ্টেম্বর ২০১৩ইং তারিখে অনুষ্ঠিত কুয়েটের একাডেমিক কাউন্সিলের ৪৩তম সভায় উত্থাপন করা হয়।

একাডেমিক কাউন্সিল প্রাথমিকভাবে ৩০ জন ছাত্র-ছাত্রী নিয়ে স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বাংলানিউজকে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের উত্তোরোত্তর শিক্ষার্থীর আসন সংখ্যা বৃদ্ধি, নতুন নতুন বিভাগ চালু হওয়া প্রমাণ করে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে অগ্রসর হচ্ছে।

উল্লেখ্য, কুয়েটে ২০০৭ সালে স্নাতকোত্তর পর্যায়ে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়:  ১৩৫৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।