নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজে জেলা ছাত্রলীগ নেতাদের ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে তিন বিভাগে ৯০ সিট বৃদ্ধি করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে বৃদ্ধি করা আসনে মেধা তালিকার ভিত্তিতে ভর্তি করা হবে।
রোববার কলেজের সামনে বিক্ষোভ করে বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। ওই সময়েই কলেজ কর্তৃপক্ষ ভর্তির ব্যাপারে আশ্বাস দেন। বিকেলে জানানো হয়, ৯০ সিট বাড়ানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সজল বাড়ৈ বলেন, ছাত্রলীগ নেতাদের ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে আন্দোলনের ফলে কলেজ কর্তৃপক্ষ ৯০ সিট বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ঢাকা বোর্ড থেকে আসন সংখ্যা বৃদ্ধির আদেশ নিয়ে এসে অপেক্ষমান শিক্ষার্থীদের বিকেল সাড়ে ৪টায় কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান-এই তিন বিভাগ মিলিয়ে মোট ৯০ সিট বাড়ানোর অনুমোদন হয়েছে। আগামী ২২ জুলাই নতুন বরাদ্দকৃত আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানানো হয়েছে।
কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র সাহা বলেন, প্রশাসন থেকে একাদশ শ্রেণিতে সিট বাড়ানোর আবেদনা করা হলে ঢাকা শিক্ষা বোর্ড ৯০ সিট বাড়ানোর অনুমোদন দিয়েছে। নতুন বরাদ্দ হওয়া আসনে ২২ জুলাই থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে।
এর আগে নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি আসন সংখ্যা ছিল ২ হাজার ৮শ। ’ প্রথম মেধা তালিকায় আসে ২ হাজার ৪জন শিক্ষার্থীর নাম। কিন্তু ১ হাজার ৮শ’ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর বাকী ৬শ’ সিট ছাত্রলীগের হাতে তুলে দেয় কলেজ কর্তৃপক্ষ।
এছাড়াও পরবর্তী ২৯৫ জন শিক্ষার্থীরা দ্বিতীয় মেধা তালিকা আসলেও কলেজ থেকে নোটিশ সরিয়ে দেয় ছাত্রলীগ। এ তালিকায় থাকা শিক্ষার্থীরাও ভর্তি হতে পারেনি।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪