ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

নোবিপ্রবি খুলছে ১০ আগস্ট

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, আগস্ট ৭, ২০১৪
নোবিপ্রবি খুলছে ১০ আগস্ট

নোয়াখালী: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ১০ আগস্ট খুলছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

পূর্ব-নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৭ই আগস্ট পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকলেও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে আগামী রোববার (১০ই আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম শুরু হবে।


 
এদিকে, ক্যাম্পাস খোলার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেছেন। আসন্ন সেমিস্টার পরীক্ষার কারণে শিক্ষার্থীরা দ্রুত ক্যাম্পাসে আসছেন বলে জানা যায়।

গত ২০ জুলাই ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি ঘোষণা করা হয় এবং অফিস ছুটি ঘোষণা করা হয় ২৭ জুলাই।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।