ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রহস্যময় বন্দি অধ্যাপক মনিরুজ্জামান মিঞা!

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
রহস্যময় বন্দি অধ্যাপক মনিরুজ্জামান মিঞা! ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান মিঞা

ঢাকা: নিজ বাসায় স্বজনদের হাতেই বন্দি হয়ে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান মিঞা। পরিবার থেকে শারীরিক অসুস্থতার কথা বলা হলেও নিজেকে সুস্থ দাবি করেছেন তিনি।


 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের একজন অধ্যাপক বাংলানিউজকে বলেন, প্রায় এক বছর ধরেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন অধ্যাপক মনিরুজ্জামান মিঞা। তার দু’টি মোবাইল নম্বরই বন্ধ রয়েছে। পরিচিতরা তার বনানীর জামান ভিলার বাড়িতে দেখা করতে গেলেও তার ভাইয়ের ছেলেরা অনুমতি দিচ্ছেন না। যেহেতু তিনি অকৃতদার, সেহেতু ভাইয়ের ছেলেদের সঙ্গেই বাস করেন তিনি।
 
তিনি বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন উপাচার্য বনানীর বাসায় দেখা করতে যান মনিরুজ্জামান মিঞার সঙ্গে। কিন্তু তার ভাইয়ের ছেলেরা জানান, মানসিকভাবে অধ্যাপক মনিরুজ্জামান ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তবে অনেক অনুরোধের পর দেখা পান তিনি।
 
সাবেক ওই উপাচার্য মনিরুজ্জামান মিঞাকে সুস্থ দেখতে পান। মনিরুজ্জামান মিঞা বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে তাকে কারো সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ঠিকমতো খাবারও দেওয়া হচ্ছে না।
 
মনিরুজ্জামান মিঞার ঘনিষ্ঠ সূত্র জানায়, বনানীতে বিএমপি পল্লীর ৬ তলা জামান ভিলা নামক নিজ বাড়িটি নিয়ে ঝামেলায় রয়েছেন সাবেক এই উপাচার্য। তার নিজের কোনো উত্তরসূরি না থাকায় নিকট আত্মীয়রা চাপ প্রয়োগ করছেন সেটি লিখে দেওয়ার জন্যে।
 
১৯৯০ সালের ২৪ মার্চ থেকে ১৯৯২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন মনিরুজ্জামান মিঞা।  
 
মনিরুজ্জামান মিঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন।
জাতীয় শিক্ষানীতি’২০০১ প্রণয়ন কমিটিতে তিনি চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এটিকে মনিরুজ্জামান মিঞা শিক্ষানীতি বলা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।