ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ট্রেনিংয়ে ঢাবিতে মাস্টার্স কোর্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ট্রেনিংয়ে ঢাবিতে মাস্টার্স কোর্স

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ট্রেনিংয়ের জন্য মাস্টার্স কোর্স চালুর ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি সই হয় বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



বাংলাদেশ ব্যাংকের পক্ষে সই করেন গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এবং ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খাঁন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংককে একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের পদক্ষেপ হিসেবে উক্ত সমঝোতা স্মারক সই করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ, নির্বাহী পরিচালক আহমেদ জামাল, এইচআরডি-২ এর মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সিবিএসপি সেলের মহাব্যবস্থাপক শেখ আবদুল্লাহ প্রমুখ।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. ফরিদউদ্দিন আহমেদ, উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান নিয়াজ আহমেদ খাঁন, ড. এম. আবু ইউসুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।