ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রেসিডেন্সিয়াল মডেলের ফল ‘বিপর্যয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
রেসিডেন্সিয়াল মডেলের ফল ‘বিপর্যয়’ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ

ঢাকা: ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে এবার ‘বিপর্যয়’ হয়েছে।

মেধা অবস্থানে গতবারের ষষ্ঠ অবস্থান থেকে কলেজটি এবার ১৬তম অবস্থানে নেমে এসেছে বলে জানিয়েছেন কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক সুদর্শন সাহা।



অন্যদিকে, মেধা তালিকায় বিপর্যয় হলেও কলেজের সামগ্রিক ফলাফল ভাল হয়েছে বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল মু আসাদুজ্জামান সুবহানী।

এবার কলেজের পাশের হার ৯৮ দশমিক ৮৩। মোট ৭০৩ জন শিক্ষার্থীর মধ্যে ৬৯৯ জন শিক্ষার্থী পাশ করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৯৩ জন শিক্ষার্থী।

ফল বিপর্যয়ের কারণ সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ মু আসাদুজ্জামান সুবহানী সাংবাদিকদের বলেন, গতবারের চেয়ে এবার সামগ্রিক ফলাফল ভাল হয়েছে। কিন্তু ৪ জন শিক্ষার্থী ফেল করাতে মেধা তালিকা থেকে পিছিয়ে গেছে বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক বাংলানিউজকে বলেন, যে ৪ জন শিক্ষার্থী ফেল করেছে, তাদের মধ্যে ৩ জন নন-রেসিডেন্টসিয়াল। শিক্ষকরা তাদেরকে পরিচর্চা করতে সক্ষম হননি। যে কারণে তারা ফেল করেছেন।

এ জন্য কলেজটি পিছিয়ে পড়েছে বলে মনে করেন ওই শিক্ষক।

কলেজের শিক্ষাদানে কোনো গাফিলতি ছিল কি-না এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, টেস্ট পরীক্ষায় কৃতকার্য না হলে কাউকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে আমরা সুযোগ দেই না। এরপরও ৪ জন শিক্ষার্থী ফেল করেছে।

কোন কোন বিষয়ে তারা ফেল করেছে তা জানতে পারলে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা যাবে বলে তিনি জানান।

** রাজশাহীতে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ
** এবারও সেরা রাজউক মডেল কলেজ
** দিনাজপুর বোর্ডে রংপুর ক্যান্ট পাবলিক প্রথম, ক্যাডেট দ্বিতীয়
** সিলেট বোর্ডে সাফল্যের ধারা ছেলেদের ঘরে

** যশোর বোর্ডের সেরা বিশে খুলনার ৮ কলেজ
** জেলার শীর্ষে পাবনা ক্যাডেট কলেজ
** চতুর্থবারের মতো দেশসেরা রাজউক উত্তরা 
** এইচএসসিতে গড় পাস ৭৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার
 

** সিলেট বোর্ডে পাসের হার ৭৯.১৬

** চতুর্থবারের মতো দেশসেরা রাজউক উত্তরা
** কুমিল্লায় পাসের হার ৭০.১৪
** মৌলভীবাজার পাসের হার ৭৭.৭৮
** এইচএসসিতে সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন
** চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭০.০৬ শতাংশ
** বরিশাল বোর্ডে পাসের হার ৭১.৭৫
** ভোলায় এইচএসসিতে পাসের হার ৬৭.২০
** আজ এইচএসসি পরীক্ষার ফল
** যশোর বোর্ডের সেরা ঝিনাইদহ ক্যাডেট কলেজ
** রাজশাহী বোর্ডে দ্বিতীয় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ
** ফল পুনঃমূল্যায়ন আবেদনের শেষ সময় ২০ আগস্ট
** মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
** ঠাকুরগাঁওয়ের সেরা ৫ কলেজ
** কারিগরি শিক্ষা বোর্ডে পাসে এগিয়ে বরিশাল টেকনিক্যাল
** জিপিএ-৫ না পেয়ে দুমকীতে তরুণীর আত্মহত্যা

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।