ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছেলেরা এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছেলেরা এগিয়ে

ঢাকা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় পাসের হারে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে।
 
এ বছর মাদ্রাসা বোর্ডে উত্তীর্ণ হওয়া মোট ৯৯ হাজার ৫৮১ শিক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৩৬২ জন ছিলেন ছেলে এবং ৪০ হাজার ২১৯ জন ছিলেন মেয়ে শিক্ষার্থী।

ছেলেদের পাশের হার ৯৪.২০ ও মেয়েদের ৯৩.০৮।

মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ সাত হাজার ৫৬০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ পাঁচ হাজার ৮৪৯ জন পরীক্ষার্থী।

চলতি বছরের আলিম পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, সাধারণ শাখায় ৫৭ হাজার ৩০৪ জন ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে  ৫৩ হাজার ৮৮৭ জন পাস করেন।

অন্যদিকে ৪০ হাজার ৮৮৭ জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে ৩৮ হাজার ৩৩৩ জন উত্তীর্ণ হন।

বিজ্ঞান শাখায় পাঁচ হাজার ৪৯৪ জন ছেলে শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হন পাঁচ হাজার ২৮৬ জন এবং এক হাজার ৮৫৬ জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এক হাজার ৮০২ জন উত্তীর্ণ হন।

মুজব্বিদ শাখায় ৮৫ জন উত্তীর্ণ ছেলে শিক্ষার্থীর বিপরীতে ৫১ জন মেয়ে শিক্ষার্থী উত্তীর্ণ হয়। মুজিব্বিদ (আংশিক) এ ছেলে ১০৭ জন শিক্ষীর্থীর মধ্য উত্তীর্ণ হন ১০৪ জন শিক্ষার্থী। অন্যদিকে মেয়েদের পাসের হার ছিল শতভাগ। ৩৩ জন শিক্ষার্থী মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে ৩৩ জনই উত্তীর্ণ হন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।