ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সবার সেরা ঢাকা বোর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
সবার সেরা ঢাকা বোর্ড

ঢাকা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে সবার চেয়ে ভালো ফল করেছেন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। ঢাকা শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮৪.৫৪ শতাংশ।

এ বোর্ড থেকে ২ লাখ ৯৭ হাজার ৮১৪ পরিক্ষার্থী অংশ নিয়ে ২ লাখ ৫১ হাজার ৭৭২ জন উত্তীর্ণ হয়েছেন।
 
প্রকাশিত ফলাফলে সারা দেশে এ বছরের গড় পাসের হার ৭৮.৩৩ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৭০ হাজার ৬০২ জন।
 
ঢাকা বোর্ডের পর সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯.১৬ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮.৫৫ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৪.১৪ শতাংশ, বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.৭৫ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭০. ১৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.০৬ শতাংশ ও যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬০. ৮৫ শতাংশ।
 
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৪.০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২৫ জন।
 
কারিগরি বোর্ডে পাসের হার ৮৫.০২ শতাংশ।
 
ছেলেদের মধ্যে পাসের  হার ৭৭.৮৬ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ৩৮ হাজার ৭৮৭ জন।
 
মেয়েদের মধ্যে পাসের হার ৭৮.৮৬ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ৩১ হাজার ৮১৫ জন।
 
গত ৩ এপ্রিল সারা দেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ৮ জুন।
 
দশটি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।