ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাদ্রাসা বোর্ডে সিলেট বিভাগে ১ম শাহজালাল জামেয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
মাদ্রাসা বোর্ডে সিলেট বিভাগে ১ম শাহজালাল জামেয়া

সিলেট: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের আলিম পরীক্ষায় সিলেট বিভাগের প্রথম স্থান ধরে রেখেছে নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠানটিতে পাসের হারের পাশাপাশি বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যাও।



পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯.২৯ শতাংশ। ২১৬ জন ‍উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৩ জন। পরীক্ষায় অংশ নেয় ২৮৫ জন শিক্ষার্থী।

১২৪ জন ‘এ’ গ্রেড, ৫৯ জন ‘এ’ মাইনাস, ৩২ জন ‘বি’ গ্রেড, ৩৪ জন ‘সি’ গ্রেড এবং একজন ‘ডি’ গ্রেডে উত্তির্ণ হন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে দুই জন উত্তীর্ণ হতে পারেন নি।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, নিয়ম-শৃংখলা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিবারের মত এবারও আমাদের প্রতিষ্ঠান বিভাগে প্রথম হয়েছে। গত বছর পাসের হার ছিল ৯৬.৯৫ এবং জিপিএ-৫ পেয়েছিল ২০ জন শিক্ষার্থী।

আগামীতে শিক্ষার্থীদের আরো ভালোভাবে প্রস্তুত করার মধ্য দিয়ে শতভাগ সাফল্য পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাংলাদশে সময়: ১৯৪৬ ঘন্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।