ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। ৪ হাজার ৩৪৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৭৬৫ জন।

এবার খাগড়াছড়িতে জিপিএ-৫ পেয়েছে মোট ৮ জন।

জেলা প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ১৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৩৬ জন।

খাগড়াছড়ি সরকারি কলেজের ৭৫৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪২৮ জন। এ কলেজের ৫ জন জিপিএ-৫ পেয়েছে।

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪২১ জন। এর মধ্যে পাস করেছে ২৭২ জন।

রামগড় সরকারি কলেজের ৩৪৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮৮ জন। জিপিএ-৫ এসেছে ১টি।

মানকিছড়ি গিরি মৈত্রি ডিগ্রি কলেজে ৪৩৫ পরীক্ষার্থীর মধ্যে ২৬০ জন পাস করেছে।

মহালছড়ি কলেজে ২৮৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬৬ জন।

দীঘিনালা ডিগ্রি কলেজে ৮৬৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৫৯ জন।

মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে ৫০২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৫৩ জন।

এছাড়া পানছড়ি কলেজে ৫৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৮৩ জন।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।