ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় অবদান রাখবে মেরিটাইম ইউনিভার্সিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, আগস্ট ১৪, ২০১৪
সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় অবদান রাখবে মেরিটাইম ইউনিভার্সিটি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: বঙ্গোপসাগরের বিশাল জলরাশিতে সমুদ্রসম্পদ আহরণ, বৃদ্ধি, সংরক্ষণ ও গবেষণায় মেরিটাইম বিশ্ববিদ্যালয় কার্যকরী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি আয়োজিত ‘গ্লোবাল মেরিটাইম চ্যালেঞ্জেস অ্যান্ড রোল অব মেরিটাইম হায়ার এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।



শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ নতুন করে এক লাখ ১৮ হাজারের বেশি বর্গ কিলোমিটারের জলসীমার অধিকার লাভ করেছে। এ এক বিশাল অর্জন। এ বিপুল জলরাশির মধ্যে রয়েছে অফুরন্ত প্রাণিজ ও খনিজ সম্পদ।

সরকারের সমুদ্র বিজয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির পথচলা শুরুর সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের এসব সম্পদের আহরণ, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের কারিগরি জ্ঞান ও দক্ষতা এখনো চ্যালেঞ্জের মুখে। মেরিটাইম ইউনিভার্সিটি সেই চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য অবদান রাখবে।

২০১৩ সালের ২৭ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি আইন জাতীয় সংসদে পাস হয়েছে।

এটি দেশের সমুদ্র বিজ্ঞান সম্পর্কিত প্রথম বিশ্ববিদ্যালয় এবং বিশ্বে এ ধরনের ১২তম বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

ইতোমধ্যে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে। সিনেট ও সিন্ডিকেট গঠিত হয়েছে।

এ প্রতিষ্ঠানে ৭টি ফ্যাকাল্টির অধীনে ৩৪টি বিষয় খোলার প্রস্তাব করা হয়েছে। ফ্যাকাল্টিগুলো হলো- মেরিটাইম গভারন্যান্স অ্যান্ড পলিসি, শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, আর্থ অ্যান্ড ওসেন সায়েন্স, মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জেনারেল স্টাডিজ এবং মেরিটাইম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এ এস এম আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নেভাল স্টাফ চিফ ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, এনডিসি, পিএসসি ও নৌপরিবহণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।