ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনায় দারুল ইহসান ইউনিভার্সিটির ইনচার্জের আত্মহত্যার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
খুলনায় দারুল ইহসান ইউনিভার্সিটির ইনচার্জের আত্মহত্যার চেষ্টা

খুলনা: বেসরকারি দারুল ইহসান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের ইনচার্জ নাসির উদ্দিন (৩৬) আত্মহত্যার চেষ্টা করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিকের বাসায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় একটি চক্র তার নিয়ন্ত্রণাধীন ক্যাম্পাসটি দখল করে নেওয়ায় ধকল সইতে না পেরে মানসিক যন্ত্রনা থেকে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, প্রায় তিন বছর ধরে নাসির উদ্দিন দারুল ইহসান ইউনিভার্সিটির খুলনা ক্যাম্পাসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনিভার্সিটির আর্থিকসহ অন্যান্য বিষয়ে দেখাশোনার জন্য তিনি শামসুল ইসলাম পান্না নামে এক ব্যক্তিকে দায়িত্ব দেন। সম্প্রতি তার কাছে হিসাব চাওয়া হলে পান্না ক্ষিপ্ত হন।
এক পর্যায়ে গত ২/৩ দিন আগে ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে চাপ সৃষ্টি করে সে ক্যাম্পাসটি দখল করে নেন পান্না। এমনকি শারীরিক ভাবেও তাকে নির্যাতন করা হয় বলেও সূত্রটি দাবি করেছে। এ অবস্থায় মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েন নাসির উদ্দিন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বজনেরা বাসায় না থাকায় নগরীর সোনাডাঙ্গা আবাসিকের বাসায় গলায় ওড়না বেঁধে ফ্যানের হুকের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন নাসির উদ্দিন।
এ সময় চিৎকার শুনতে পেয়ে তার পিতা শহিদুল ইসলামসহ অন্যরা এসে দ্রুত নামিয়ে ফেলেন। মুমূর্ষু অবস্থায় তিনি খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাসির উদ্দিনের স্ত্রী নাহিদ বলেন, মানসিক যন্ত্রনা থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে তিনি ঘটনার ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।