ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে অধ্যক্ষের মামলায় শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
রাজশাহীতে অধ্যক্ষের মামলায় শিক্ষক গ্রেফতার

রাজশাহী: রাজশাহীর কাটাখালী আদর্শ কলেজের অধ্যক্ষকে মারধরের মামলায় শনিবার সিরাজুল ইসলাম নামে তার কলেজেরই এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সকালে মহানগরের মতিহার থানা পুলিশ সিরাজুল ইসলামকে গ্রেফতার করে।

সিরাজুল ইসলাম আবার কাটাখালী পৌর বিএনপির সহসভাপতি।

মহানগরের মতিহার থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর হোসেন জানান, সকালে শ্যামপুরের বাড়ি থেকে বিএনপি নেতা সিরাজুল ইসলামে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কাটাখালী আদর্শ কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন মামলা করেছেন। এছাড়া সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিগত সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্র ভাঙচুরের মামলাও আছে।

এদিকে, অধ্যক্ষ জয়নাল আবেদীন জানান, সিরাজুল কলেজে দায়িত্ব পালন না করে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকেন। এ নিয়ে তাকে বলা হলে এর আগে কয়েক দফা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। সম্প্রতি তাকে কলেজে মারধর করা হলে তিনি আদালতে মামলা করেন। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।