ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

শেকৃবি’তে চলছে "রবিবার ছবিবার"

মহিবুল আলম সবুজ, শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, আগস্ট ১৭, ২০১৪
শেকৃবি’তে চলছে "রবিবার ছবিবার"

শেকৃবি: রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) "রবিবার ছবিবার" শিরোনামে ছবি প্রদর্শনী চলছে। সারা সপ্তাহে ফটোগ্রাফিক সোসাইটির ফেসবুক গ্রুপে আপলোড হওয়া সেরা ৭টি ছবি নিয়ে এই প্রদর্শনী চলছে।



প্রতি রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের ওয়াইফাই জোনে সকাল ৯টা থেকে শুরু হয় এই ছবি প্রদর্শনী ।

ছবিপ্রেমীরা ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের লেভেল-৩ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী আরিফা আফরীন বলেন, এ ধরনের ব্যাতিক্রমী উদ্যোগকে আমরা সবসময়ই স্বাগত জানাই। এ ধরনের উদ্যোগ আরো বেশি করে হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।  

ফটোগ্রাফিক সোসাইটির আহ্বায়ক আশিক মাহমুদ সেতু বাংলানিউজকে জানান, একটি দিন, একটি নির্দিষ্ট স্থান, জমে উঠুক ছবির গল্পে, রোববার জন্য প্রতীক্ষা বাড়ুক। এগিয়ে যাক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।