ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কৃষি ভার্সিটিতে উচ্চশিক্ষা বিষয়ক প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
কৃষি ভার্সিটিতে উচ্চশিক্ষা বিষয়ক প্রশিক্ষণ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিকেপ প্রকল্প (সিপি-২০৪৫)-এর অধীনে ‘টিচিং লার্নিং, কারিকুলাম ও কোয়ালিটি নিশ্চতকরণ’ বিষয়ক এক সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষক কর্মশালা ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জিটিআই-এ অন‍ুষ্ঠিত হয়।

এতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা অংশ নিয়ে উচ্চশিক্ষার নানা সমস্যা চিহ্নিত করেন এবং সেগুলো দূর করে একবিংশ শতাব্দীর উপযুক্ত শিক্ষাকাঠামো গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।



এতে জিটিআই-এর পরিচালক প্রফেসর ড. মাছুমা হাবিব, সাবেক পরিচালক প্রফেসর ড. এম. মোজাহার আলী এবং হিকেপ প্রকল্পের এস.পি.এম প্রফেসর ড. জাবেদ আলী মির্জা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামালউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ এবং অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।