ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

একমাস পর খুললো যবিপ্রবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
একমাস পর খুললো যবিপ্রবি

যশোর: এক মাস পর সোমবার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস খুলেছে।

যবিপ্রবি ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ হত্যার পর বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পাস এদিন খুললেও প্রাণচাঞ্চল্য ছিল কম।

এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের দু’টি হল খুলে দেওয়া হয়।

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত ১৪ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে খুন হন পরিবশে বিজ্ঞান বিভাগের ছাত্র রিয়াদ। এ নিয়ে ক্যাম্পাসের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

বন্ধ ঘোষণা করে ১৫ জুলাই শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন কর্তৃপক্ষ। ঈদের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সভা করে ১৮ আগস্ট বন্ধ ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাস খুলে দেওয়া হলো।

যবিপ্রবি’র জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল বাংলানিউজকে জানান, দীর্ঘ এক মাসের বেশি সময় বন্ধ থাকার পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। সোমবার ক্যাম্পাস খোলা হলে শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা হলে শিক্ষার্থীরা উঠতে শুরু করেন।

এদিন কয়েকটি বিভাগে পাঠদানও হয়েছে। অপরদিকে, ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিছুর রহমান।

যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনের বিচার দাবি করেছেন। এছাড়া তিনি পরিবেশ শান্ত রাখার জন্য পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন বলেও জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।