ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইটি সেক্টরে ক্যারিয়ার নিয়ে ইউল্যাবে সেমিনার

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
আইটি সেক্টরে ক্যারিয়ার নিয়ে ইউল্যাবে সেমিনার ছবি: সংগৃহীত

ঢাকা: বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আইটি সেক্টরে ক্যারিয়ার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার ইন আইটি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।



সম্প্রতি অনুষ্ঠিত ওই সেমিনারে যুক্তরাষ্ট্রের মানবসম্পদ উন্নয়নের আইটি প্রতিষ্ঠান পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও সিইও প্রকৌশলী আবু বকর হানিপ।
সেমিনারে আইটি সেক্টরে ভবিষ্যত ক্যারিয়ার নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আইটি কন্সলটিং ফার্ম পিপল এন টেক-এর বিজনেস ফোকাস টেস্ট মেথোডোলোজি, অটোমেশন, টেস্টিং এবং আউটসোর্সিং নিয়েও আলোচনা হয়।

প্রকৌশলী হানিপ আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ার বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

সেমিনারে সিএসই বিভাগের প্রধান ড. সাজ্জাদ হোসেন, ইউল্যাবের কোর্স কোঅর্ডিনেটর ড. সিফাত মোমেন,  পিপল এন টেকের প্রেসিডেন্ট মিসেস ফারহানা  হানিপ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।