ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে ভর্তি আবেদন শুরু ১ সেপ্টেম্বর

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
কুবিতে ভর্তি আবেদন শুরু ১ সেপ্টেম্বর

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন আগামী ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। আবেদন ফরম ১৫ অক্টোবর পর্যন্ত পূরণ করা যাবে।



কুবিতে ভর্তি পরীক্ষা আগামী ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৩৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এ বছর ১৭টি বিভাগে মোট ৮০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.cou.ac.bd) এ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।