ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস রোববার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০০৭ সালের ২০-২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় ঘটনার স্মরণে প্রতিবছরের মতো এবারও পালন করা হবে ‘কালো দিবস’।

২৪ আগস্ট, রোববার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে বিশ্ববিদ্যালয় পরিবার।

ওইদিন বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। রোববার বিশ্ববিদ্যালয়য়ের জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

কালো দিবস  উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ এবং বেলা সাড়ে ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এসব কর্মসূচিতে অংশ নিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ সবারর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবছর ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হলেও এ বছর ওইদিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে ২৪ আগস্ট, রোববার দিবসটি পালনের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।