ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

কুয়েটের শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৪, আগস্ট ২২, ২০১৪
কুয়েটের শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)  তিন শিক্ষার্থীকে মারপিট করে  আহত করার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ফুলবাড়ীগেটে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।



স্থানীয়রা জানান, সন্ধ্যায় কুয়েট ক্যাম্পাস থেকে অমর একুশে হলের সিভিল বিভাগের ২য় বর্ষের ছাত্র দিপ্র, সাদিক এবং খানজাহান আলী হলের সিভিল ২য় বর্ষের ছাত্র আসাদ রিক্সা যোগে ফুলবাড়ীগেটে আসছিলেন। পথে অঙ্গনা বিউটি পার্লারের সামনে আসলে অজ্ঞাত কয়েক জন যুবক রিক্সা থামিয়ে তিন ছাত্রকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়।

পরে মারপিটের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে কুয়েট শিক্ষার্থীরা দল বেঁধে ফুলবাড়ীগেটে এসে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধ চলাকালে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ছাত্রদের ধাওয়া করলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দিকে চলে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমাযুন কবির জানান, কুয়েটের তিন শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় কুয়েট কর্তৃপক্ষ ও কুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৩৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।