ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বন্যার কারণে সারিয়াকান্দির ১৮টি বিদ্যালয় বন্ধ

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
বন্যার কারণে সারিয়াকান্দির ১৮টি বিদ্যালয় বন্ধ

সারিয়াকান্দি (বগুড়া): বন্যার পানি বিদ্যালয়ে প্রবেশ করায় শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সারিয়াকান্দি উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়।

আপদকালীন বন্ধ ঘোষিত বিদ্যালয়গুলো হলো-নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়, চরলক্ষীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শংকরপুর, দক্ষিণ শংকরপুর, পৌতিবাড়ী, চরডাকাতমারা, চরমাঝবাড়ী, দক্ষিণ চরমাঝবাড়ী, চরআগবোহাইল, ধারাবর্ষা, চরফাজিলপুর, করমজাপাড়া, চকরতিনাথ, নয়াপাড়া, চালুয়াবাড়ী, পাকুরিয়ার, চরমাঝিড়া ও কেষ্টিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।



রোববার দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, বন্যার কারণে শনিবার থেকে ১৮টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।