ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে সোমবার থেকে ছাত্রলীগের লাগাতার ধর্মঘট

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
ইবিতে সোমবার থেকে ছাত্রলীগের লাগাতার ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সোমবার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার সন্ধ্যায় ইবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুজার গিফারী গাফ্ফার বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। কিন্তু আমাদের ওপর পুলিশের গুলিতে আমাদের ২০ নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনা কেন ঘটেছে, প্রশাসনের কাছে আমরা এর জবাব চাই।

তিনি আরো বলেন, এ ঘটনার তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র ধর্মঘট পালন করা হবে।

এর আগে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়।

আহতদের মধ্যে পাঁচ জন রাবার বুলেট বিদ্ধ হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া সংঘর্ষে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে সূত্র জানিয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান হয়েছে।


** ইবিতে বুলেটবিদ্ধসহ ২০ ছাত্রলীগ কর্মী আহত, প্রক্টরিয়াল বডি লাঞ্ছিত


বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।