ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি: পুনঃনিরীক্ষণের আবেদন ২১৫৩৬০টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
এইচএসসি: পুনঃনিরীক্ষণের আবেদন ২১৫৩৬০টি

ঢাকা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য এবার দুই লাখ ১৫ হাজার ৩৬০টি পত্রের আবেদন জমা পড়েছে।

বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক এবং টেলিটক কর্তৃপক্ষ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।



গত ১৩ আগস্ট আটটি সাধারণ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০১৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়।

এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৩৩ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন।

শিক্ষার্থীরা টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে ১৪-২০ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করে। প্রতিটি বিষয় বা পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করতে হয়েছে।

অকৃতকার্য হওয়া, প্রত্যাশার চেয়ে কম নম্বর পাওয়া শিক্ষার্থীরাই আবেদন করেছে।

এর মধ্যে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এখানে ঢাকা বোর্ডে ৭০ হাজার পত্রের জন্য আবেদন করেছেন পরীক্ষার্থীরা।

যশোর বোর্ডে ২৮ হাজার ১০টি, রাজশাহী বোর্ডে ২৭ হাজার ৮৮২টি, চট্টগ্রাম বোর্ডে ২৪ হাজার ৮০টি, কুমিল্লা বোর্ডে ১৭ হাজার ৩৮২টি, দিনাজপুরে ১৪ হাজার ৬৬৮টি, সিলেটে ৯ হাজার ৭৬০টি এবং বরিশাল বোর্ডে নয় হাজার ৫৮৬টি আবেদন জমা পড়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডে সাত হাজার ৪০৬টি এবং ডিআইবিএস-এ ৫৬৪টি, আর মাদ্রাসা বোর্ডে জমা পেড়েছে ছয় হাজার ২২টি আবেদন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া বাংলানিউজকে বলেন, আবেদনগুলোর জন্য প্রধান পরীক্ষকদের চিঠি দিয়ে সংশ্লিষ্ট উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণ করা হবে।

বিভিন্ন বোর্ডের কর্মকর্তারা বলেন, নম্বর গণনা, উত্তরপত্রের ভেতরের নম্বর কভার পেজে তুলতে ভুল হয়েছে কি না, কোন প্রশ্নে নম্বর বাদ পড়েছে কি না- তা পুনঃনিরীক্ষণে দেখা হবে।

এরপর টেলিটক মোবাইল থেকে আবেদনকারীদের কেন্দ্রীয়ভাবে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।