ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
ইবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুলিশ-ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সকাল ১০টায় এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. টি এম লোকমান হাকিমকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।



কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোছাইন ও আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে পুলিশের কয়েকদফা সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের ৫ কর্মী রাবার বুলেটবিদ্ধসহ প্রায় ২০ জন আহত হয়।

পরে ওই ঘটনার জের ধরে ইবি বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ