ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

নোবিপ্রবির সমাবর্তনের পরিবর্তিত তারিখ ২১ সেপ্টেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, আগস্ট ২৬, ২০১৪
নোবিপ্রবির সমাবর্তনের পরিবর্তিত তারিখ ২১ সেপ্টেম্বর

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম সমাবর্তন ৪ সেপ্টেম্বরের পরিবতে আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।



বিশ্ববিদ্যালয়ের প্রথম চারটি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাডভোকেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে প্রায় সাতশ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে সমাবর্তন আয়োজন কমিটি।

এদিকে, সমাবর্তন সফল করার লক্ষ্যে এখন থেকেই চলছে জোর প্রস্তুতি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।