ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষকের উপর হামলার ঘটনায় উত্তাল শাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
শিক্ষকের উপর হামলার ঘটনায় উত্তাল শাবি

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. নিয়াজ আহমদের উপর হামলার ঘটনায় উত্তাল হয়ে ওঠেছে ক্যাম্পাস। ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে সর্বত্র।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন।

বিক্ষুব্ধ ছাত্ররা একাধিক হল ও শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী পরিবহন, প্রাইভেট কার ভাঙচুর করেছে। পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে বিকেল ৪ টায় শাবির শিক্ষক সমিতির সঙ্গে জরুরী সভা আহবান করেছেন উপাচার্য আমিনুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায় বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এ সভা থেকে।

বিকেল সোয়া ৩ টা পর্যন্ত হাসপাতালে ড. নিয়াজ আহমদের শরীরে কয়েক দফা অস্ত্রপচার হয়েছে বলেও জানান তিনি।

এদিকে শিক্ষক ড. নিয়াজ আহমদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শাবির নিবন্ধক ইশফাকুল ইসলাম বাদী হয়ে সিলেট মহানগরীর জালালাবাদ থানায় এ মামলা দায়ের করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, এজাহারে হামলাকারী সমাজকর্ম বিভাগের ছাত্র ওয়েছ আহমদকে আসামি করা হয়েছে। সে সিলেটের গোল্পাগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের রফিক আহমদের ছেলে।

তিনি বলেন, সেমিস্টার পরিক্ষায় নম্বর কম পাওয়ায় মানসিক বিকারগ্রস্থতা থেকে সে হামলার ঘটনা ঘটায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভুত পরিস্থিত এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিয়াজ আহমেদকে তার অফিসে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করে ওয়েছ আহমদ নামে এক ছাত্র। সে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের মাস্টার্স ২য় সেমিস্টারের ছাত্র। গুরুতর অবস্থায় ওই শিক্ষককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় শিক্ষার্থীদের পিটুনিতে আহত ওয়েছকেও একই হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

** ছাত্রের কোপে আহত শাবি শিক্ষক ড. নিয়াজ

বাংলাদেশ সময়: ১৬০১১ ঘন্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ