ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এনবিআইইউ ক্যাম্পাস পরিদর্শন ভারতীয় হাই কমিশন প্রতিনিধিদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
এনবিআইইউ ক্যাম্পাস পরিদর্শন ভারতীয় হাই কমিশন প্রতিনিধিদের ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরের আলুপট্টিতে দৈনিক বার্তা কমপ্লেক্সে অবস্থিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ) পরিদর্শন করেছেন ঢাকা ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় হাই কমিশন প্রতিনিধিবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে তারা পরিদর্শনে যান এবং উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।



রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তর পরিচালক এমএ কাইউম জানান, প্রতিনিধিবৃন্দ ইউনিভার্সিটি পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।

পরে রাজশাহী অঞ্চলের ভারতীয় সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন কাউন্সিলর সুজিত ঘোষ এনবিআইইউ’র উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ