ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির সাংবাদিকদের জামিন মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
জবির সাংবাদিকদের জামিন মঞ্জুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি): সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিসহ অন্যান্যরা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ জামিন দেন।



জানা যায়, সাংবাদিক সমিতির সভাপতিসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় সমিতির সভাপতি ও বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কাজী মোবারক হোসেন হামলার নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জসিম রেজাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

এর সাড়ে ৭ ঘন্টা পর হামলাকারী জসিম রেজা সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।

বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষই ঢাকা মুখ্য মহানগর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

এসময় কাজী মোবারক হোসেনের আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস আদালতকে বলেন, কাজী মোবারক হোসেনের কাছে সাংবাদিক সমিতির নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই প্রতিপক্ষ তার উপর ক্ষিপ্ত ছিল। এর জের ধরেই কাজী মোবারক হোসেনসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলা করা হয়।

এদিকে জসিম রেজার আইনজীবী আশরাফ উল আলম আদালতকে বলেন, ভুল বোঝাবুঝি থেকে এ ধরণের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা মীমাংসা করে নেব।

এসময় আদালত মামলাটি কাউন্টার মামলা কিনা জানতে চাইলে, জসিম রেজার আইনজীবীরা নীরব থাকেন। পরে আদালত উভয়পক্ষের সব আসামিদের জামিন মঞ্জুর করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সর্বশেষ নির্বাচনে কাজী মোবারক হোসেনের কাছে হেরেছিল জসিম রেজা। এ কারণে ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার পরও সাংবাদিক সমিতিতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে জসিম রেজার বিরুদ্ধে।

সম্প্রতি বহিষ্কার হওয়া দুই ভুঁয়া পরিচয়পত্রধারী সাংবাদিক তারই অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এ বহিষ্কারের জের ধরে জসিম রেজার নেতৃত্বে রোববার দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতিসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলা চালায় চাকরিচ্যুত ও ভুঁয়া পরিচয়পত্রধারী সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ে শিবিরপন্থী সাংবাদিক হিসেবে পরিচিতরা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ