ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি ছাত্রলীগ সম্পাদক তুহিনকে অব্যাহতি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪
রাবি ছাত্রলীগ সম্পাদক তুহিনকে অব্যাহতি

রাবি: বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তুহিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, তুহিনকে অব্যাহতি দিয়ে রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন বিপ্লবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলায়।

রাবি সূত্র জানায়, চাঁদা দিতে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মনীরকে পিটিয়ে আহত করে ছাত্রলীগের কয়েক নেতাকর্মী। ওই ঘটনায় নেতৃত্ব দেন তৌহিদ আল হোসেন তুহিন।

এর আগেও নিজ দলের কর্মীকে মারধর, অস্ত্রবাজি, চাঁদাবাজিসহ তুহিনের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত সম্পাদক খালেদ হাসান বিপ্লব বাংলানিউজকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আমাকে ফোন করে দায়িত্ব পালনের কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ