ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির সাত শিক্ষার্থী বহিষ্কার, মামলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
ঢাবির সাত শিক্ষার্থী বহিষ্কার, মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিনকে নির্যাতনের ঘটনায় হাজী মুহম্মদ মুহসিন হলের সাত শিক্ষার্থীকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে প্রশাসন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।



বহিষ্কৃতরা হলেন, শাহিন (দর্শন), শাকিল (উর্দু), আশিক (ইংরেজি), মেহিদী (লোক প্রশাসন), মামুন (ইংরেজি), লিটন (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) ও জাফর। বহিষ্কৃতরা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রক্টর বলেন, ‘অনির্দিষ্টকালের জন্য এদের বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে শিগগিরই একটি তদন্ত কমিটি করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কার বহিষ্কারাদেশ কতদিন থাকবে। ’

এদিকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আহত শিক্ষার্থীর বড়ভাই বাদী হয়ে ওই সাত জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। শাহবাগ থানায় মামলা নং- ৩৯।

আহত শিক্ষার্থীর সর্বশেষ অবস্থা জানতে চাইলে তার বড় ভাই আলমগীর বাংলানিউজকে বলেন, ‘ওর অবস্থা এখনো ভালো না। ঠিকমত কথা বলতে পারে না। ’
তবে আইসিইউ থেকে রোগীকে সাধারণ ক্যাবিনে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু হলের প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিনের ওপর হামলা চালায় অভিযুক্তরা।

এতে আল-আমিন মাথায় গুরুতর আঘাত পেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।


** র‌্যাগিংয়ের শিকার হয়ে হাসপাতালে ঢাবি শিক্ষার্থী


বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ