ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউটি’র উন্নয়নে সবকিছু করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
আইইউটি’র উন্নয়নে সবকিছু করা হবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: ওআইসি পরিচালিত গাজীপুরস্থ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এখন আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়। এর মানোন্নয়নে বাংলাদেশ সরকার সম্ভব সবকিছু করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



বুধবার সচিবালয়ে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) ফাহাদ ডাখান এবং ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. রাজলি বিন মো. নরডিনের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধিদল আইইউটিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানায়। এর একাডেমিক, গবেষণা, ব্যবস্থাপনাসহ নানা দিকের মানোন্নয়ন চলছে। শিগগির এটি বিশ্বের একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
   
শিক্ষামন্ত্রী নাহিদ প্রতিনিধিদলকে বাংলাদেশে শিক্ষাখাতের চলমান অগ্রগতি ও ভবিষ্যত চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, গত সাড়ে ছয় বছরে বাংলাদেশের শিক্ষাখাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। পুরো শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে। এখন নির্দিষ্ট দিনে বই দেয়া, নির্দিষ্ট দিনে ক্লাস শুরু, নির্দিষ্ট দিনে পরীক্ষা শুরু, ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এখন শিক্ষার মানোন্নয়ন চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ